স্বল্প শিক্ষিত শ্রমিকরা যাতে বিকল্প কর্মসংস্থানের তৈরী করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার – পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,স্বল্প শিক্ষিত শ্রমিকরা যাতে বিকল্প কর্মসংস্থানের তৈরী করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। শ্রমিকদের কর্মসংস্থানের জন্য টেকনিক্যালট্রেনিং সেন্টার তৈরী হচ্ছে। যাতে করে প্রশিক্ষণ নিয়ে তারা বিকল্পকর্মসংস্থান তৈরী করতে পারে।
আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে শ্রমিক লীগ আয়োজিত করোনায় সংকটে পড়া ১২’শশ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস সহ আওয়ামীলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.