“স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ”

PRESS (PID) RELEASE: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কালেক্টর মাঠে এ আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন আলোচনাসভায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক আব্দুল জলিল সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি তা সকলেই জানে। স্বাধীনতার আগে আমরা কোথায় ছিলাম, পরে কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় আছি- একটু চিন্তা করলে সহজেই উপলব্ধি করতে পারব। স্বাধীনতার পরে অনেকেই বলেছিল আমরা তলাবিহীন ঝুড়ি। এদেশ এগিয়ে যেতে পারবে না, দেশের মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি যে, আমরাও পারি।
জি এস এম জাফরউল্লাহ্ বলেন, যে দেশকে আমরা যুদ্ধে পরাজিত করে স্বাধীনতা এনেছি তাদের থেকে আমরা সবদিক থেকে এগিয়ে গেছি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমরা মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু করেছি। গ্রাম থেকে নগরে- কোথায় নেই আমাদের উন্নয়ন? এটাই আমাদের অর্জন।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.