স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি, সাতক্ষীরার ডেপুটি জেলার প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার কারা অধিদপ্তরের ৫৮.০৪.০০০০.০২৪.০১.০১১.২০১৯.৩৬৯ নং স্মারকের পত্রে তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহৃত জলি মেহেজাবিন খান ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শপথগ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। এ অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে আপনাদের সঙ্গে আছি আমি…………।’

ছবিতে কমেন্ট করেন অনেকেই। এর মধ্যে শারমিন ববি নামে একজন মন্তব্য করেছেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’

এ কমেন্টের প্রতি উত্তরে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খান লিখেছেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এ রকম বহু নামি-দামি ব্যান্ড (ব্র্যান্ড) ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়…যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’

তার উত্তরে শারমিন ববি লিখেছেন, ‘তোকে তো ভালো করেই চিনি, চাটুকারিতা যে করিস না সেটাও জানি, জাস্ট বানান ভুলটা চোখে পড়লো তাই তোকে জানালাম।’

এ ব্যাপারে জানতে চাইলে ডেপুটি জেল সুপার ডলি আক্তার বলেন, ‘ফেসবুক আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি কি লিখবো সেটা অন্য কাউকে তো বলবো না। আর কোনো প্রসঙ্গে কার সঙ্গে বলেছি সেটাও আপনার জানতে হবে?’

তিনি আরও বলেন, ‘আমি সরকারি কর্মকর্তা। সরকারের মন্ত্রীকে কটাক্ষ আমি করতেই পারি না।’ এ সময় ওই ফেসবুক আইডি তার নয় বলে দাবি করেন তিনি। তবে উক্ত ফেসবুক আইডিতে তার ছবির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ জানান, গতকাল রোববার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে নির্দেশনাপত্র এসেছে। ডেপুটি জেলার ডলি আক্তারকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.