স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের আলোচনা সভা 

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুরে, পঞ্চগড় শহরস্থ নুরুল আলা নুর কামিল মাদ্রাসায়।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের আয়োজনে, সভায় স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ পঞ্চগড় জেলা শাখার প্রফুল্ল চন্দ্র বর্মন আহবায়ক, এর সভাপতিত্বে, জাহেদুল ইসলাম সদস্য সচিব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি, এস এম জয়নুল আবেদীন জেহাদী, মুখ্য আলোচক হিসেবে কেন্দ্রীয় কমিটির মহাসচিব তাজুল ইসলাম ফরাজী উপস্থিত ছিলেন।
এসময় অধ্যক্ষ, নুরুল আলা নুর কামিল মাদ্রাসা,পঞ্চগড়, আব্দুর রহমান,  পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিকসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩ শতাধিক  শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, পঞ্চগড় জেলায় ১৯৬২ সাল থেকে পর্যায়ক্রমে এ পর্যন্ত ৬২ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গড়ে উঠেছে।
প্রায় ৯ হাজার ৩০০ ছাত্র-ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও, ৩১০ জন শিক্ষক কর্মচারী বেতনহীন মানবেতর জীবনযাপন করছে। ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানভুক্ত, প্রধান শিক্ষক ২৫ শ,সহকারী শিক্ষক ২৩ শ, হলেও বিভিন্ন জটিলতার কারণে সেটাও মিলছে তাদের।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান প্রেক্ষাপট ও করনীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা, শিক্ষা বান্ধব সরকারের কাছে জাতীয়করণের জোরদাবী জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.