BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বজনের মৃতদেহ দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

স্বজনের মৃতদেহ দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাত ১টা ৩০ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা তাদের এক স্বজনের মৃতদেহ দেখতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার করিম মণ্ডলের দুই ছেলে সুমন (২৫) ও ইমন (২২) এবং একই এলাকার শাহিন আলমের পুত্র আশিফ মোল্লা (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ির চালক শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?