স্পোর্তিংয়ের মাঠে আর্সেনালের গোল উৎসব

বিটিসি স্পোর্টস ডেস্ক: একটি গোল নিজে করলেন, আরেকটি করালেন বুকায়ো সাকা। এস্তাদিও হোসে আলভালাদেতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্পোর্তিংকে ৫-১ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল। ২১ বছরের মধ্যে এই প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয় পেলো গানাররা। ১৩ মাস পর ঘরের মাঠে হার দেখলো পর্তুগিজ ক্লাব।
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি সপ্তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন। জুরিয়েন টিম্বারের নিচু ক্রসে ব্যাকপোস্ট থেকে বল ঠেলে দেন তিনি। তারপর কাই হ্যাভার্জ ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বক্সে ঢুকে সাকার বাড়ানো বলে সহজ ফিনিশিং দেন তিনি।
স্পোর্তিংয়ের ১৭ বছর বয়সী উইঙ্গার জিওভানি কুয়েন্দার দারুণ প্রচেষ্টা রুখে দিয়ে ব্যবধান কমাতে দেননি আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। হাফটাইমের ঠিক আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ৩-০ করেন। ডেকলান রাইসের কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখার আশা নিয়ে খেলা শুরু করেছিল আর্সেনাল। কিন্তু গোল শোধ দেয় পর্তুগিজ ক্লাব। ফ্রান্সিস্কো ট্রিনকাওয়ের কর্নার থেকে সামনের পোস্টে দাঁড়ানো ইনাসিও দারুণ ভলিতে জাল কাঁপিয়ে তার দলকে ম্যাচে ফেরান।
আর্সেনাল দ্রুত পাল্টা জবাব দেয় আরও দুটি গোল করে। বক্সের মধ্যে উসমানে দিওমান্দে ফাউল করেন মার্টিন ওডেগার্ডকে। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন সাকা। ৮২ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ড পঞ্চম গোল করেন। তাতে করে ২০০৩ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয় পায় গানাররা। ওইবার ইন্টার মিলানের মাঠে একই স্কোরলাইনে জিতেছিল তারা।
৩৬ দলের টেবিলে আর্সেনাল ১০ পয়েন্ট নিয়ে স্পোর্তিংকে টপকে সাতে উঠেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.