স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসুচি অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে বৃহস্প্রতিবার (৮ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ২ ঘন্টা ব্যাপী সেশনে ইউনিসেফের স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শীর্ষক কর্মসুচি অনুষ্টিত হয়।
এ অনুষ্টানে বক্তব্য দিতে গিয়ে ২ জন বালিকা সানিয়া আক্তার স্নেহা ও হানুফা খাতুন বিজরী বলেন খেলাধুলায় সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে উন্নয়ন করা সম্ভব। তার তারা এ বিষয়ে উদ্দ্যোগ গ্রহনের জন্য ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়কে পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান।
এ সময় অনুষ্ঠানে ১শত জনের অধিক বালক বালিকা, অভিভাবক, ক্রীড়া সংগঠক, কমিউনিটি ফ্যাসিলিটেটরসহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলকসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.