স্পেনে বন্যা, বাতিল লা লিগার আরও ম্যাচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয়েছিল লা লিগার কয়েকটি ম্যাচ। এবার স্থগিত করা হল ভ্যালেন্সিয়া ও এসপানিওলের খেলা। রোববার হওয়ার কথা ছিল ম্যাচটি।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বুধবার স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৯ অক্টোবর ভ্যালেন্সিয়া অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। বন্যায় স্পেনের জীবন ও জনপদ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। কোপা ডেল রে’র পাঁচটি ম্যাচ বাতির করে নভেম্বরের শেষদিকে নেয়া হয়েছে।
স্প্যানিশ ফুটবলে দুই টায়ারের পাঁচটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়ার সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচ, রায়ো ভায়েকানোর সঙ্গে ভিয়ারিয়ালের এবং মালাগার বিপক্ষে লেভান্তের লিগ ম্যাচ।
মেয়েদের শীর্ষ লিগে ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো ও রিয়াল-লেভান্তে ম্যাচ স্থগিত করা হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ ম্যাচ চলাকালীন সম্প্রচারকদের মাধ্যমে বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন। সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে ক্লাবগুলো।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে স্পেন। পাঁচ দশকের বেশি সময় আগের বন্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত দুইশতাধিক মৃত্যু হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.