স্পেনে আবারও সাধারণ নির্বাচনে জয় পেল সোস্যালিস্ট পার্টি

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টি। তবে, ১২০টি আসন পেয়ে নির্বাচনে জয় পেলেও সাড়ে তিনশ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮টি আসনে জয় পেয়েছে কনজারভেটিভ পপুলার পার্টি।

অন্যদিকে, নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশী আসনে জয় পেয়েছে ডানপন্থী দলগুলো।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর একক কোন বিরোধী দলের সঙ্গে জোট সরকার গঠনে ব্যর্থ হয়ে আবারও নির্বাচনের ডাক দেয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

যদিও, বারবার নির্বাচন দেয়ায় ডানপন্থীদের হাত আরও শক্তিশালী হচ্ছে বলে সতর্ক করে দিয়ে সরকার গঠনে সানচেজের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান ৩৫টি আসনে জয়লাভ করা বামপন্থী ‘উনিদাস পোদেমস’ পার্টির নেতা পাবলো ইগলেসিয়াস।

তবে, শেষ পর্যন্ত পেদ্রো সানচেজের সোস্যালিষ্ট পার্টির সঙ্গে পোদেমসের জোট হলেও, সরকার গঠনে প্রয়োজনীয় ১৭৬টি আসন পেতে অন্যান্য বিরোধীদলের ওপর নির্ভর করতে হবে তাদেরকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.