স্পেনের প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত্য

 

বিটিসি নিউজ ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত্য করা হয়েছে দেশটির পার্লামেন্টে থেকে। শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয় দেশটির পার্লামেন্টে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাজয়ের দলের দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ এনে স্পেনের সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো স্যানচেজ পার্লামেন্টে পদত্যাগের প্রস্তাবনা আনেন। তার প্রস্তাবনায় গৃহীত হওয়ায় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যানচেজ।

স্পেনের ১৮০ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনই রাজয়ের বিপক্ষে ভোট দেন। এর মধ্যে দিয়ে প্রথম বারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত করা হলো। এদিকে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী রাজয়। অভিনন্দনও জানিয়েছেন তিনি নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া স্যানচেজকে।

রাজয় বলেন, স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। আমি সরকারকে যে অবস্থায় পেয়েছিলাম, তার থেকে ভালো অবস্থায় স্পেনকে রেখে যাওয়া আমার জন্য সম্মানের।

২০১১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্পেনের রক্ষণশীল দলের নেতা মারিয়ানো রাজয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.