স্পেনের পথে মরণফাঁদ, পা বাড়ালেই শেষ!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছাতে গিয়ে ২০২৩ সালে অন্তত ৬ হাজার ৬১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমও।
অনেক প্রাণহানির ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়নি বলেই বহু অভিবাসীর জীবন হুমকির মুখে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতিনিয়তই এর সংখ্যা বাড়ছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, গত বছর সাগর পাড়ি দিয়ে ৩৯ হাজার ৯১০ জন স্পেনে পৌঁছেছে, যা ২০২২ সালের তুলনায় ১শ ৫৪ শতাংশ বেশি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.