স্পেনের কর ফাঁকি মামলা নিয়ে মুখ খুললেন শাকিরা

বিটিসি বিনোদন ডেস্ক: স্পেনের একটি আদালতে কর ফাঁকি মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন কলম্বিয়ার পপসম্রাজ্ঞী শাকিরা।
শাকিরার মতে, কর ফাঁকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে অকারণে ফাঁসানো হয়েছে বলে দাবি শাকিরার। 
গত বুধবার মার্কিন একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এর আগে আয়কর দপ্তর থেকে মিটমাট করে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শাকিরা।
স্পেনের একটি আদালতে করা মামলায় ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১৪.৩১ মিলিয়ন ডলারের কর বাকি দেখানো হয়েছিল।
গায়িকা জানিয়েছিলেন, তিনি সেই সময় স্পেনে ছিলেনই না! তাই কর দেওয়ার প্রশ্নই ওঠে না।
২০২১ সালের ২০ জুলাই বার্সেলোনার ওই আদালত একটি রুল জারি করে। সেখানে বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস লিখেছেন, ২০১২-১৪ পর্যন্ত তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় ধরে স্পেনে থেকেছেন। এ কারণে তিনি এ দেশকে কর দিতে অঙ্গীকারবদ্ধ। তবে শাকিরার আইনজীবীর যুক্তি, গায়িকার মূল বাড়ি বাহামায়।
স্পেনের কর আইনে বলা আছে, সেখানে যদি কেউ অন্তত ছয় মাস থাকেন, তা হলে ওই বছর তিনি কর দিতে বাধ্য। তাই এ মামলায় শাকিরা দোষী সাব্যস্ত হলে তাকে জরিমানা করা হতে পারে। এমনকি জেলও হতে পারে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.