স্থবিরতা দেখা দিয়েছে নাটোর বাফার সার গোডাউনে

নাটোর প্রতিনিধি: ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দেয়ায় স্থবির হয়ে রয়েছে নাটোরের বিসিআইসি বাফার সার গোডাউন।সাড়ি সাড়ি ট্রাক গোডাউনে অবস্থান করলেও বন্ধ রয়েছে লোড-আন লোড।

পাকশি ট্রানজিট গোডাউন থেকে নিন্মমানের জমাটবাধা ইউরিয়া সার উত্তোলনে বাধ্য করার প্রতিবাদে নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের সার ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়ে আজ বৃহস্পতিবার থেকে ধর্মঘট শুরু করে।

এর ফলে নাটোর বাফার থেকে সার সরবরাহ বন্ধ হয়ে যায়।নাটোর বাফার ইনচার্জ আব্দুল গাফফার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডিলাররা তাদের মোট বরাদ্দের শতকরা ৫ ভাগ ইউরিয়া সার পাকশি ট্রানজিট গোডাউন থেকে উত্তোলন না করলে বাকি ৯৫ ভাগ সার নাটোর থেকে দেয়া সম্ভব না।

নাটোর ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, জমাটবাধা নিুমানের ওইসব সার কৃষকদের দিলে তারা প্রতারিত হবেন। একারনে ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.

uasry uasry uasry uasry ury uasry usry urasy urasy uryas