স্ত্রীর পরিচয়পত্রে বান্ধবীকে নিয়ে হোটেলে উঠে ধরা ব্যবসায়ী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনের একটি হোটেলে স্ত্রীর আধার কার্ড ব্যবহার করে অন্য নারীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন এক ব্যক্তি। তবে তিনি পার পাননি। স্ত্রী তার এই ঘটনা জেনে ৪১ বছর বয়সী ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার থানায় দু’জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ওই ব্যক্তি গুজরাটভিত্তিক ব্যবসায়ী এবং তার স্ত্রী কোম্পানির একজন পরিচালক।
পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগকারী তার স্বামীর গাড়িতে একটি জিপিএস ডিভাইস ইনস্টল করেছিলেন। গত বছরের নভেম্বরে ওই ব্যক্তি ব্যবসায়িক ভ্রমণে বেঙ্গালুরুতে যাওয়ার কথা বললেও তার স্ত্রী লোকেশন পরীক্ষা করে জানতে পারেন গাড়ি পুনতে আছে। সেই অনুযায়ী তিনি খোঁজ নিয়ে জানেন তার স্বামী প্রতারণা করেছে।
এরপর ওই নারী হোটেলে যোগাযোগ করলে হোটেল কর্মকর্তারা জানান, লোকটি তার স্ত্রীকে নিয়ে চেক ইন করেছে।
পুলিশ কর্মকর্তা বলেন: সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহিলা জানতে পেরেছিলেন যে, তার স্বামী তার আধার কার্ড ব্যবহার করে অন্য মহিলাকে নিয়ে হোটেলে চেক ইন করেছিলেন।
তিনি বলেন, ওই ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তার ও বান্ধবীর বিরুদ্ধে আইপিসির ৪১৯ ধারা (প্রতারণা) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.