স্টোকসের ফেরার ম্যাচে কিউইরা জিতল কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে

বিটিসি স্পোর্টস ডেস্ক: অতিরিক্ত ক্রিকেটে ধকলের কারণে গত বছর আন্তর্জাতিক ওয়ানডে থেকে আচমকা অবসর নেন বেন স্টোকস। কিন্তু আসছে বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক জস বাটলারের চাওয়ায় একদিনের ক্রিকেটে আবারও ফিরেছেন এই তারকা অলরাউন্ডার। তবে তার ফেরাটা সুখকর হলো না।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। সেঞ্চুরি করে অপরাজিত থেকে কিউইদের জয় সহজ করে দেন ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেল।
গতকাল কার্ডিফে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৪৫.৪ ওভারে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কনওয়ে ১২১ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন। তবে ব্যাটে ঝড় তোলা মিচেল ৯১ বলে ৭টি চার ও সমান ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন। ওয়ানডে ক্যারিয়ারে দুজনেরই এটি চতুর্থ সেঞ্চুরি
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দাউদ মালান (৫৪), স্টোকস (৫২), বাটলার (৭২) ও লিয়াম লিভিংস্টোনের (৫২) ফিফটিতে তিনশর কাছাকাছি স্কোর করে।
কিউই বোলা রাচীন রবীন্দ্র ৩টি উইকেট নেন। টিম সাউদি ২টি উইকেট দখল করেন।
আগামীকাল সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.