স্ক্রিনশর্ট ফেসটিভাল ২০২০ অনুষ্ঠিত হল

কলকাতা প্রতিনিধি: গত বুধবার (২২শে জানুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠিত হল হাওড়ার শরৎ সদনে, স্ক্রিনশর্ট ফেসটিভাল ২০২০ ৷ চারা গাছ থেকে ধীরে ধীরে পরিণত বৃক্ষ এখন এই ফেস্টিভ্যাল ৷
পঞ্চম বর্ষে পদার্পণ করল এবার স্ক্রিনশর্ট ফেসটিভাল ৷ এই ফেস্টিভ্যালের চেয়ারপারসন শ্রী নীলান্ঞ্জন ভৌমিক তাঁর বক্তব্যে তুলে ধরলেন স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রের এই উৎসব কীভাবে ধীরে ধীরে আজকের এই বর্ণময় রূপ নিয়েছে তার ইতিহাস ৷
উৎসবের ডিরেক্টর  শ্রী সোহম ব্যানার্জ্জী জানালেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে ছোট ছবির বিষয়বস্তু তার পরিকাঠামোর যে পরিবর্তন এসেছে বিশ্বের চলচিত্রের নিরিখে, স্ক্রিনশর্ট ফেসটিভালেও সেই একই পরিবর্তন অনুরণিত হয়েছে ৷ তাঁদের চলার পথ আরও প্রশস্ত আরও বহুমুখী হয়েছ সময়ের হাত ধরে ৷
শ্রী বিভাস গুহ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, স্বল্প দৈর্ঘ্যের ছবি করার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ৷

গোটা সন্ধ্যে অসম্ভব কিছু ভালো ভালো স্বল্প দৈর্ঘ্যের ছবি দর্শকদের চিত্তকে অভিভূত করে রাখল ৷ দেশী বিদেশী ছবির স্বাদ নিয়ে গোটা সন্ধ্যে কাটল উৎসবের আমেজে ৷ ঠিক এই অনুভূতিটাই উঠে এসেছে বারবার উৎসবের সভাপতি শ্রী নীলান্ঞ্জন ভৌমিকের বক্তব্যে ৷ তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানিয়েছেন, যারা ছোট ছবির সাথে বিভিন্ন ভাবে যুক্ত, সেই সমস্ত লোক যাতে একটা ছাতার তলায় এসে একটা বিরাট উৎসবে মাততে পারে, স্বল্প দৈর্ঘ্যের চলচিত্রগুলির হাত ধরে যেন একটা মিলন মেলায় মিলিত হতে পারে সেটাই  মূলত  এই স্ক্রিনশর্ট ফেসটিভালের উদ্দেশ্য  ৷
এই উৎসবের দীর্ঘায়ু কামনা করি ৷ আরও চলচিত্র প্রেমী মানুষ এগিয়ে আসুক এই উৎসবে সামিল হতে এবং তাঁদের সৃষ্টিকর্ম দিয়ে স্ক্রিনশর্ট ফেসটিভালকে আরও ঐতিহ্যমন্ডিত আরও দীপ্তিময় করে তুলবে এটাই আশা করব ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.