স্কুল দাবা প্রতিযোগিতার পুুরস্কার ও সনদপত্র বিতরন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহীর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় ক গ্রুপে এস এম ফারাবি রহমান ও খ গ্রুপে মোঃ আশরাফুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিন্ন ২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।
জেলা দাবা সমিতির আহবায়ক শেখ মনিরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ প্রতিযোগিতায় রাজশাহী নগরীর ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন বালক-বালিকা অংশ গ্রহণ করেন।
এ সময় জেলা দাবা সমিতির সদস্য সচিব মোঃ কাওসার আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক মন্ডলী, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন এবং ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.