স্কুলব্যাগে মিলল হরিণের ৩ চামড়া

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা। আজ মঙ্গলবার (১৪ জুন) সকালে বরগুনা পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লে. এইচ এম হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এইচ এম হারুনর রশিদ বিটিসি নিউজকে বলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। রাতে এমন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কোস্টগার্ডের দুটি টিম চরদুয়ানি জ্ঞানপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.