স্কুলছাত্রীদের ওপর এবার উঠে গেল লেগুনা
চট্টগ্রাম ব্যুরো: সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের মধ্যেই এবার আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড় উঠান বাজারে স্কুলছাত্রীদের ওপর লেগুনা তুলে দিয়েছে চালক। এতে তিন ছাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতরা সবাই কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা হলো- ইরা আকতার (১৪), সাইমা আকতার (১৪) ও সুমাইয়া আকতার (১৪)।
আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাইমা আকতারের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বিটিসি নিউজকে বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বড় উঠান বাজারে রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় একটি বেপরোয়া লেগুনা ছাত্রীদের ওপরে উঠে যায়। এতে কয়েকজন ছাত্রী আহত হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.