বিটিসি স্পোর্টস ডেস্ক:পুরো মৌসুমে দুই দলের হয়ে খেলেছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। শুরুতে লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে। এরপর ধারে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। একাদশে নিয়মিত সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেন হামজা।
সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন হামজা। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।
সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই একাদশে পেয়েছেন তিনি।
এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন তিনজন। নেপাল বংশদ্ভূত রাইটব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা। ৪-৩-৩ ফরমেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। মাঝমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভুত জিদান ইকবাল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.