সৌদি সরকারের বিশেষ সম্মাননা: বাংলাদেশ সেনাপ্রধানকে

ঢাকা প্রতিনিধি  গতকাল সোমবার  সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বিশেষ সম্মাননা দিয়েছে সৌদি সরকার। তাকে বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স প্রদান করা হয়। গতকাল সোমবার সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ মেডেলটি পরিয়ে দেন।

এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ও সেনা প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদকে এই সম্মাননা দেয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি ৭ দিনের সরকারী সফরে সৌদি আরবে যান বাংলাদেশের সেনা প্রধান। আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.