সৌদি আরবে আগামীকাল সোমবার থেকে রোজা শুরু

বিটিসি নিউজ ডেস্ক:  মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার (৪ মে) পবিত্র মাহে রমজানে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে, আগামীকাল সোমবার (৬ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।

আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে।

এসব দেশে আজ রবিবার থেকে তারাবি শুরু হবে। আগামীকাল সোমবার সৌদি আরবে রোজা শুরু হওয়ায় আগামী মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত।

যদিও বাংলাদেশে আগামীকাল সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.