সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ জুন ) সকাল ৬টায় ঈদের ১ম জামাত এবং সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়। এতে ২য় এবং প্রধান জামাতের ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহিম শেখ।
ঈদ-উল-আজহার জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েক শত আশেকান, মুরিদান ও ভক্তরা অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদ-উল-আজাহার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী মোবাইলে জানান, সৌদি আরবের সাথে মিল রেখেই প্রতিবছর এখানে ঈদ-উল-আজহা উদযাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহা হল ইসলাম ধর্মের একটা প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহ-কে কতটা ভালবাসেন তার একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতালা।
আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বললেন- তোমার সব চাইতে প্রিয় জিনিসটি আমাকে উৎসর্গ করো। তাই এই ঈদে নামাজ, দোয়া করা এবং পশু কুরবানী দেয়া হয়।
নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.