সৌদি’র কাছে যুক্তরাজ্যকে অস্ত্র বিক্রি না করার আহ্বান অক্সফাম’র

(সৌদি’র কাছে যুক্তরাজ্যকে অস্ত্র বিক্রি না করার আহ্বান অক্সফাম’র)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সৌদি আরবের রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উঠে আসায় দেশটির কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।
সিআইয়ের প্রতিবেদনে স্পষ্ট করে সৌদি যুবরাজের নাম উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাজ্য।
২০১৫ সালে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে সৌদির কাছে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশী অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটির কাছে সাড়ে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে যুক্তরাজ্য।
অক্সফাম সম্প্রতি ইয়েমেন যুদ্ধে উসকানির অভিযোগ এনেছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.