সৌদিতে বিরোধী ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ দল’র আত্মপ্রকাশ

(সৌদিতে বিরোধী ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ দল’র আত্মপ্রকাশ–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছে সৌদি ভিন্নমতাবলম্বীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে ওই দল গঠনের ঘোষণা দেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) এই ঘোষণা বাদশাহ সালমানের অধীনে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের প্রথম দৃষ্টান্ত এটি।

তাদের এক বিবৃতিতে বলা হয়, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি গঠনের ঘোষণা দিচ্ছি। এ দলের লক্ষ্য সৌদি আরবে একটি সরকার গঠনের অংশ হিসেবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা।

দলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ দলের প্রধান হচ্ছেন লন্ডন ভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি।

দলের সদস্যদের মধ্যে থাকছেন শিক্ষাবিদ মাদাবি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আলাউধ এবং কানাডা প্রবাসী ওমর আব্দুলাজিজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.