নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবদুল মতিন মুন্সী (৬০) নামের এক বিএনপি নেতার হাত-পা ভাঙার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মো. ফারুক আহমেদের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকসহ ১০ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগীর মেয়ে মহিতুন নেছা (৩৬) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত মতিন মুন্সী সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।
মহিতুন নেছা জানান, দীর্ঘদিন ধরে তার বাবা উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হৈ চৈ পার্ক নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। কয়েক দিন আগে তার বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুকসহ এলাকার চিহ্নিত ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী। তার বাবা ২ লাখ টাকা দিলেও পুরো ১০ লাখ টাকার জন্য হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিলেন।
গত বুধবার সন্ধ্যায় চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার বাবার কাছে পুনরায় চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানালে ফারুকসহ তার বাহিনীর শহিদ, বাবু, রিমন, সোহাগ, মাসুদ, ফয়জল, মহিন ও সাব্বির দেশি অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম এবং হাত-পা ভেঙে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত ফারুক বিটিসি নিউজকে জানান, আবদুল মতিন একটি ছোট ছেলেকে বলাৎকারের চেষ্টা করেছেন। তাই এলাকাবাসী তাকে মারধর করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিটিসি নিউজকে বলেন, মারধরের অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.