BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি’র

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি’র

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৬৫) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থলবন্দরের মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করে। আটক চালকের নাম মো. হামজু শেখ। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার শুকনগর গ্রামের মৃত ভিখু শেখের ছেলে। উত্তেজিত জনতা তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, ‘নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাকচালকে আটক করা হবে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ