সোনামসজিদ সীমানায় অবৈধ মাদকদ্রব্য নিয়ে পাথর বোঝায় ভারতীয় ট্রাক জব্দ’ আটক-১

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমানার তালতলা বাজার থেক ফেন্সিডিল, রয়েল স্টীগ হুইস্কির নিশা জাতীয় ইনজেকশন নিয়ে ভারতীয় পাথর ভর্তি ট্রাকসহ চালককে আটক করেছ বিজিবি।
আটক ব্যক্তি হলো, ভারতের মালদাহ জেলার ইংলিশ বাজার থানার মালিহা ইউনিয়নের বাগবাড়ি গ্রামর শ্রী দিপক কুমার রায়ের ছেলে টাটন কুমার রায় (২৫)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সোনামসজিদ বালিয়াদিঘীর অদুর তালতলা বাজারে একটি পাথর বাঝাই ভারতীয় ট্রাককে সন্দেহ হলে তল্লাশী করা হয়।
তল্লাশি চলাকালীন সময়ে যথাক্রমে, ০২ বোতল ভারতীয় রয়েল স্টীগ হুইস্কি ০৭ বোতল ফেন্সিডিল, ০১ এমপুল নেশাজাতীয় ইনজেকশন, পাথর বোঝায় (ভারতীয় ট্রাক ডাব্লিউ-২৫ বি-০৫০০) ট্রাক জব্দ করা হয়। সেই সময় মাদক পাচারে জড়িত ট্রাক চালককে আটক করতেও সক্ষম হন।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন বিষয়টিবিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছন। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে আটক ভারতীয় ট্রাক চালক ও মালামাল গুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উপরোক্ত বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.