সোনামসজিদ বন্দর দিয়ে প্রবেশ করেছে ভারতীয় ২’শ ট্রাক পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   অবেশেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২’শ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতীয় মহদিপুর স্থলবন্দরে গত ৭ দিন থেকে আটকে থাকা ২’শ টি পেঁয়াজ ভর্তি ট্রাক আজ শুক্রবার বন্দরে প্রবেশ করেছে।

সন্ধ্যা ৬ টার মধ্যে বিশেষ ব্যবস্থায় সবগুলো ট্রাক প্রবেশ করা হবে বলে উভয় দেশের সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে সোনামসজিদ স্থলবন্দরে বিশেষ ব্যবস্থায় পেঁয়াজ ভতি ট্রাকগুলো প্রবেশ করতে শুরু করেছে বলে মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান।

তিনি বিটিসি নিউজকে জানান, ভারতের কেন্দ্রীয় সরকারী শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা জারির প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানী বন্ধ হয়ে য়ায়। ফলে মহদিপুর স্থলবন্দরে প্রায় ২শ’ টি পেঁয়াজ ভর্তি ট্রাক আটকা পড়ে। মহদিপুরের স্থানীয় রপ্তানী কারকেরা এ পেঁয়াজ রপ্তানী অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তা অনুমোদন হওয়ার প্রেক্ষিতে শুক্রবার উভয় বন্দরে সাধারন ছুটি থাকা সত্বেও আজ বিশেষ কারণে শুধু মাত্র ২শ’টি পেঁয়াজ ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করবে।

এদিকে, সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবা আহমেদ বিশেষ ব্যবস্থায় আটকে পড়া পেঁয়াজের ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজকে জানান, আজ শুক্রবার বেলা ৩ টা পযন্ত ৭০টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাকীগুলো প্রবেশ অব্যাহত থাকবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

এ ব্যাপারে সোনামসজিদ স্থল বন্দরে দায়িতরত্ব কাস্টমস পরির্দশক বুলবুলেরসাথে যোগাযোগ করা হলে তিনি বিটিসি নিউজকে জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকেমহদিপুর স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। উভয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জান গেছে, মহদীপুর স্থলবন্দরে ২’শটি পেঁয়াজ ভর্তি ট্রাক সন্ধা ৬টার মধ্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.