সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কবিরুর-সম্পাদক রাজু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচনে মেসার্স ক্রিসেন্ট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর বিশিষ্ট ব্যবসায়ী কবিরুর রহমান খাঁন পুনরায় সভাপতি ও মেসার্স রাজু এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আতাউর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মেসার্স এ্যারোলাইন ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আলহাজ¦ আমিনুল ইসলাম সেন্টু, সহ-সভাপতি মেসার্স নূরানী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর তাকিরুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক মেসার্স জোহা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কামাল আহমেদুজ্জোহা, সহ-সাধারণ সম্পাদক মেসার্স মানিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ হায়দার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নিহাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নাজমুল আলম, দপ্তর সম্পাদক জোহরা এন্টারপ্রাইজ নূর আমিন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, সোনালী প্রত্যয়ের প্রোপ্রাইটর মাসেদুন নবী মাসুদ, তুহিন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ফিরোজ আহমেদ, জুয়েল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শফিকুল ইসলাম তাজেল, প্রিয় এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শাহীনুল ইসলাম, সরকার এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর বিপ্লব চন্দ্র সরকার, দেশ এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর ওমর ফারুক সুমন, মোমেন এন্টাপ্রাইজের প্রোপ্রাইটর আবদুল্লাহ আল মামুন ও মক্কা পোল্ট্রি এন্ড ফিড ফিসের প্রোপ্রাইটর সেরাজুল ইসলাম।
গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ ২০০২ সালের ৩১ জুলাই আদেশ মোতাবেক ১৯ মার্চ ঘোষিত কর্মকর্তা নির্বাচনের তফশীল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী শনিবার নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.