সোনাগাজীতে ছাত্রলীগের বর্ধিত সভা

ফেনী প্রতিনিধি: সোনাগাজী উপজেলা ছাত্রলীগকে আরো সাংগঠনিক কর্মকান্ডকে শক্তিশালী ও আগামী বছরের নতুন কমিটি গঠন এবং বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের নির্দেশনা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, তরিকুল ইসলাম শাকিল,জমির উদ্দিন বাবু।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাদল ,সোনাগাজী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ,জীবন মিয়াজী,নেয়ামতুল্লাহ ।
সভায় উপজেলার সবকয়টি ইউনিয়ন, কলেজ, পৌরসভা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.