সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রা: হাসপাতালে জরিমানা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে জেনারেল হাসপাতাল (প্রা:) অব্যবস্থাপনা এবং নোংরা অস্বাস্থ্যকর এবং ডাক্তার,নার্স,ডিপ্লোমা নার্স ছাড়া হাসপাতাল পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
রবিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইশরাত জাহান।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা.ইশরাত জাহান বলেন,হাসপাতালে অব্যবস্থাপনা নোংরা পরিবেশ, নার্স ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় তারা এ ব্যবস্থা গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন বলেন, রোগীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা না করে এধরনের হাসপাতাল গুলো অমানবিক কাজ করে চলেছে। পর্যায়ক্রমে প্রতিটি হাসপাতালে এধরনের কার্যকলাপ পেলে অভিযান পরিচালনা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.