সোনাইমুড়ীতে প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ছেলেকে বিয়ে!

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: প্রেম মানে না বাঁধা, জানেনা ধর্ম বর্ণের ভেদাভেদ। প্রেম কারো কাছে চিরন্তন জাগ্রত অনুভূতি আবার কারো কাছে ভালোলাগার বহিঃপ্রকাশের আত্মশুদ্ধি।
মায়ার টানে দুটি মনের সাথে মনের প্রেম হয়। যে প্রেম ধনী-গরিব,জাত-ভেজাত,কালো-সাদা,ধর্ম-বর্ণ মানে না। তেমনই শতবাঁধা অতিক্রম করে ধর্মের বাঁধা ফেরিয়ে প্রেম জয় করেছে জয় মনি(জান্নাত)-রাব্বি দম্পতি। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে নাম পরিবর্তন করে রাখলেন সুমাইয়া আক্তার জান্নাত। নিয়মিত পালন করছেন ইসলামের অনুশাসন, আদায় করেন নামাজ। অনর্গল বলতে পারেন বেশ কয়েকটি সূরা।
ধার্মান্তরিত হয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের সুবাস সূত্রধরের কণ্যা জয় মনি সূত্রধর থেকে নাম পরিবর্তন করে রাখলেন সুমাইয়া আক্তার জান্নাত। বিয়ে করেছেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আশরাফ আলী হাজ্বী বাড়ীর মুসলিম যুবক রাব্বিকে। দাম্পত্য জীবন ভালো কাটলেও জান্নাত বিচ্ছিন্ন হয়েছেন পিতৃ পরিবার থেকে।
এইদিকে রাব্বি ছোট বেলা থেকে নানা রহমত উল্যাহর বাড়িতে লালিত পালিত হয়েছে। দুই ধর্মের বাধা ফেরিয়ে গত ১৬ ই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ৪ মাস ধরে সুখের  দাম্পত্য জীবন কাটছেন। প্রতিদিন নারী, পুরুষ, ছোট, বড় সবাই ছুটে আসছে জান্নাত রাব্বিকে দেখার জন্য।
সব ভালো কিছুর ভেতরে কিছু কষ্ট লুকায়িত থাকে। তেমনি আর্থিক অনটন রাব্বি জান্নাতের লুকায়িত কষ্ট। পারিবারিক আর্থিক বাঁধায় স্বচ্ছলতার প্রতিদিন রাব্বিকে কোথাও না কোথাও ছুটতে হচ্ছে।
ধর্ম যেখানে দুইজনের বন্ধনের বাধা হতে পারেনি, সেখানে অচ্ছলতাও তাদের আটকে রাখতে পারবেনা। এমনটি বিশ্বাস গ্রামবাসীর। রাব্বি জান্নাতের আহ্বান, এমন অনটনে তাদের পাশে সবাই দাঁড়ালে তারা ঘুরে দাঁড়াতে পারবে। আগামীদিন গুলো আরো সুন্দর ভাবে কাটাতে পারবে। রাব্বিকে আর্থিক ও চাকরির মাধ্যমে সহযোগিতার আহ্বান শুভাকাঙ্ক্ষীদের।
টিকে থাকুক রাব্বি-জান্নাত (মনি) এর প্রেমময়ী দাম্পত্য জীবন। জেগে উঠুক ঊষার আলোর মতো তাদের ভবিষ্যৎ। এমনটাই প্রত্যাশা সকলের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.