সোনাইমুড়ীতে দিনের বেলায় মদ বিক্রি, গ্রেফতার-২

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দিনের বেলায় মদ বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়কের জয়াগ কলেজ গেট এলাকায় মদসহ তাদের গ্রেফতার করে সোনাইমুড়ী থানার এসআই(নিঃ) মোহাম্মদ জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।
সোনাইমুড়ী থানার (ওসি) হারুন অর রশীদ বিটিসি নিউজকে জানান, অন্য জেলা থেকে বিদেশি মদ এনে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনের বেলায় মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.