সোনাইমুড়ীতে ওয়ার্ড পূণঃনির্বাচনে হারুন বিজয়ী

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ড (গজারিয়া-জগজীবনপুর) আপেল প্রতীকের প্রার্থী মোঃ হারুন নির্বাচিত হয়েছে।
২৭ জুলাই (বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ৮জন ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে এ নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের ভীড় ছিলো লক্ষনীয়। ১৬শ ২৬ ভোটের মধ্যে মোঃ হারুন ৪৮৬ ভোট পেয়ে নির্বাচনিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আহমেদ পায় ৪৮২ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মোঃ ইমরান হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান,আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরেই পরিস্থিতি শান্ত রেখেছে। আজকের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ ছিলো। যেখানে কোনোরকম সমস্যা সৃষ্টি হয়নি।
উল্লেখ্য- গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হওয়া সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন হয়। যেখানে ২নং নদনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে কোনো প্রার্থী না থাকায় এ ওয়ার্ডের পূণঃ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.