সোনাইমুড়ীতে ওয়ার্ড আ”লীগের নির্বাচনে দু গ্রুপের সংঘর্ষ আহত-১০

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনে ওয়ার্ড সভাপতি পদপ্রার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী মহসিন মেম্বারের সমর্থকদের সাথে মুনাফ সাহেবের সমর্থকদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় স্কুলের গেইট ও বিপুল সংখ্যক চেয়ার-টেবিল ভাঙচুর করে হামলাকারীরা।
পরে সোনাইমুড়ী থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানা যায়।
এসময়, বাদশা (২৬),সাব্বির (১৮),রাকিব (২০),শামিম (২০)সহ প্রায় ১০ জন আহত হয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার বলেন, বিশৃঙ্খলার কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.