সোনাইমুড়ীতে রাতের আঁধারে জায়গা দখলের অভিযোগ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনধি: নোয়াখালী সোনাইমুড়ীতে রাতের আধাঁরে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২২ তারিখ সোমবার রাতে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের উত্তর কাশিপুর তফদার বাড়িতে।
সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, উত্তর কাশিপুর গ্রামের তফদার বাড়ির সফি উল্যাহর ছেলে মো.ইউসুফের সাথে একই বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মহিন উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে নাল জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে মো.ইউসুফ বিজ্ঞ আদালতে বন্টক মামলা করলে তা চলমান রয়েছে। পাশাপাশি সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার শালিসি বৈঠকে মিমাংসার সিদ্ধান্তের জন্য উভয় পক্ষকে আহ্বান করা হয়। এ অবস্থায় মো.মহিন উদ্দিন সোমবার গভীর রাতের দলবদ্ধ হয়ে সেখানে জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী মো.ইউসুফ সোনাইমুড়ী প্রেসক্লাবে অভিযোগ দিতে এলে সংবাদকর্মীরা সেখানে ঘটনার সত্যতা নিশ্চিত করতে বুধবার বিকেলে ঘটনাস্থলে যায়। এ সময় থানায় দায়ের করা অভিযোগের ১নং বিবাধী মহিন উদ্দিন, ২নং বিবাধী আবদুল হকের ছেলে মোক্তার হোসেন দলবদ্ধ হয়ে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাঁধা প্রদান করে। পাশাপাশি সংবাদকর্মী ভিডিও ধারণ করে নিজেদের দলীয় প্রভাবশালী হিসেবে পরিচয় দেয় তারা।
দখলের বিষয়য়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত মহিন উদ্দিন বলেন,এটি তার নিজস্ব সম্পত্তি। তার জায়গায় তিনি ঘর উঠিয়েছে।
ভুক্তভোগী ইউসুফ বিটিসি নিউজকে জানান,মামলা চলমান অবস্থায় রাতের আঁধারে তারা আমার জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে। তারা অনবরত আমাদের প্রাণনাশের হুমকিধামকি দিয়।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বিটিসি নিউজকে বলেন, বিষয়টি মিংসার চেষ্টা চলছে। এ অবস্থায় জায়গা দখলের খবর পেয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক বিটিসি নিউজকে জানান, তথ্য সংগ্রহে বাঁধা প্রদানের বিষয় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.