সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা চাষ, কেয়ারটেকার গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা চাষ করায় কেয়ারটেকার মো. সিরাজুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মামলা দিয়ে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিরাজুল ইসলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ীর পৌর এলাকার রামপুর ভুঁইয়া বাড়িতে অভিযান চালানো হয়। এতে দেখা যায় মালিকের অগোচরে কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির ছাদে গাঁজা চাষ করে আসছেন। পরে তাকে গ্রেফতার করে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় তিন ফুটের একটি গাঁজা গাছের চারা জব্দ করা হয়েছে। যার ওজন ২৭০ গ্রাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.