সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে লুন্ঠিত মালামাল বিক্রির নগদ অর্থ ও ছিনতাইকৃত ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেড়ী গ্রামের ফরিদ বেপারীর ছেলে ওয়াহিদ উদ্দিন রানা ওরফে কালা মিয়া(৩১),অপরজন একই উপজেলার চরলক্ষী গ্রামের মহিউদ্দিনের ছেলে মো.রুবেল (৩০)।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে আসামীদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার সকালের দিকে চট্রগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়,গত শনিবার ১৮ মার্চ লক্ষীপুর জেলার সবজি ব্যবসায়ী মনির উদ্দিন (৪৫) স্থানীয় চাষীদের থেকে ১০ টন ঢেঁড়স ক্রয় করার পর ট্রাক বোঝাই করে ঢাকা শহরের কারওয়ান বাজারের পাইকারী সবজি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করার উদ্দেশ্যে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষীপুর জেলার বয়ারচর রুহুল আমিন মার্কেটের সামনে থেকে রওয়ানা দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে ঢেঁড়স বোঝাই ট্রাকটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা হাইওয়ে সড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে ডাকাত চক্র অস্ত্রের মুখে তাদের ট্রাকের গতিরোধ করে।
একপর্যায়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও হেলপারের কাছ থেকে নগদ টাকাও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ট্রাক বোঝাই ১০ টন ঢেঁড়সসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিটিসি নিউজকে জানান, গতকাল সোমবার সকালে তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে আসামিদের সনাক্ত করে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সোনাইমুড়ী থানার পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করে। সেসময় তাদের হেফাজত ও স্বীকারোক্তি মোতাবেক ঢেঁড়স বিক্রির ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.