সোনাইমুড়ীতে কৃষকের হাঁটু সমান কাদাযুক্ত জমির ধান কেটে দেয় কৃষকলীগ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: হাঁটু সমান কাদাযুক্ত ফসলি জমি নিয়ে শ্রমিক সংকটে ভুগছিলেন সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের এক কৃষক। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েন তিনি।
খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপন নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান শিপন প্রতিবেদককে জানান,প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কৃষকলীগের আদেশে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিচ্ছেন। দেওটি ইউনিয়নের এ কৃষকদের ১৫শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় নেতাকর্মীরা। উপজেলা কৃষকলীগ সর্বদা অসহায় কৃষকের পাশে আছে।
এসময় উপস্থিত ছিলেন,দেওটি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক বাহার উদ্দিন,সহ-সভাপতি জাকির হোসেন,বজরা ইউনিয়ন কৃষক সভাপতি সালাউদ্দিন, সম্পাদক মোঃ কবির হোসেনসহ আরো অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.