সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় পৌঁছেছে

ঢাকা প্রতিনিধিআজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় পৌঁছেছে। এ সময় তার মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

শাহজালাল বিমানবন্দর থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ নেয়া হয় বেইলি রোডে তার সরকারি বাসভবনে। এ সময় দলের নেতারা প্রয়াত এ নেতাকে শ্রদ্ধা জানান। রাতে মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।

আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে প্রথম জানাজা। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষ। পরে হেলিকপ্টারে সৈয়দ আশরাফের মরদেহ নেয়া হবে কিশোরগঞ্জে।

কিশোরগঞ্জে বেলা ১২টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে হবে দ্বিতীয় জানাজা। দুপুর ২টায় তৃতীয় জানাজা হবে ময়মনসিংহের আঞ্জুমান মাঠে। এরপর মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। বাদ আসর দাফন করা হবে বনানী কবরস্থানে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.