সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের গভীর শোক প্রকাশ

:লীগ প্রতিবেদকজনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যৈষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।’

শোকবার্তায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের অসামান্য অবদান এবং ১/১১ এর সময় তাঁর সাহসী ও বলিষ্ঠ ভুমিকা জাতি চিরকাল স্মরণ করবে। আমি বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ, আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। #( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.