চট্টগ্রাম ব্যুরো: শনিবার, মহান ১০ মাঘ। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম ওরস শরীফ।
মাইজভাণ্ডার শরীফের প্রধান এই ওরসকে উপলক্ষ করে প্রতিবছর মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হবে দরবারে।
শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ। পবিত্র এই ওরস উপলক্ষে দরবার শরীফের বিভিন্ন মঞ্জিল এবং ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বা’দ ফজর শাহানশাহ শাহ্সূফি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হবে।
ওরস উপলক্ষে দরবারের বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে অনুষ্ঠিত হবে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির, সেমা ও আখেরি মোনাজাত।
এছাড়া ২৪ জানুয়ারি শনিবার সকাল ৮টায় রওজা শরিফে খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া পাঠ ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলা প্রশাসন ওরস শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও মাইজভান্ডারি গাউসিয়া হক মন্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকাজুড়ে দায়িত্ব পালন করছেন।
মহান ১০ মাঘ ওরস শরীফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যাগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল, আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।
কর্মসূচির আওতায় গত ৩ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলায় খলিলুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলার ৫ম শ্রেণি সমমানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ২০২৬।
গত ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অষ্টাদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে ৫ সহস্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রতিযোগিতা।
গত ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়েছে, ১২তম উলামা সংলাপ, একই দিন চট্টগ্রাম নগরের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারি আত্মোন্নয়নমূলক ও তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া’র উদ্যোগে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে যুগ জিজ্ঞাসার আসর।
গত ১৩ জানুয়ারি ছিলো, গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, অষ্টাদশ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একই দিন দেশ-বিদেশের সাত শতাধিক শাখা কমিটির উদ্যোগে স্ব স্ব এলাকার জামে মসজিদে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল আয়োজন।
গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে, “শিক্ষায় সংকট ও উত্তরণের উপায়” শীর্ষক শিক্ষক সমাবেশ, একই দিন ট্রাস্ট মিলনায়তনে বিশেষ মহিলা মাহফিল।
গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল এর ২০২৫ পর্বের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।
মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের দশ দিন ব্যাপী কর্মসূচির আওতায় ওরস উপলক্ষে ২৪ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















