সেলফি তুলতে গিয়ে জলাধরে পড়ে গেল মোবাইল, উদ্ধারে ২০ লাখ লিটার পানি সেচ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় মোবাইল। সেই ফোন উদ্ধারে সেচে ফেলা হলো গোটা জলাধারের ২০ লাখ লিটার পানি।
ভারতের ছত্তিশগড়ে সম্প্রতি এক সরকারি কর্মকর্তার এমন কাণ্ড তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, গেল সপ্তাহে খেরকাট্টা জলাধারে রাজেশ বিশ্বাস নামের ওই ব্যক্তির মোবাইলটি পড়ে যায়। সেটি উদ্ধারে জলাধারের পানি সরানোর নির্দেশ দেন তিনি।
তিনদিন ধরে পার্শ্ববর্তী খালে পানি ফেলার পর বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। বিষয়টি জানাজানি হলে কাজ বন্ধ করা হলেও বিপাকে পড়েন ওই সরকারি কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তাকে করা হয়েছে সাময়িক বরখাস্ত।
অবশ্য রাজেশের দাবি, স্থানীয় কৃষকদের পানির চাহিদা থাকায় তাদের উপকার হত এতে। জানা গেছে, হারিয়ে যাওয়া মুঠোফোনটি স্যামসাং কোম্পানির। যার বাজার মূল্য এক লাখ রুপি। (সূত্র: ইন্ডিয়া ট্যুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.