সেরা সম্মাননা পেল শিশুশিল্পী মম ‘রোহিঙ্গা’ নিয়ে গানের জন্য

বিটিসি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলার সংগীত আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা হারুন উর রশীদ।

গত বছরের শেষের দিকে ইউটিউবের বাজনাবিডির চ্যানেলে প্রকাশিত হয় রোহিঙ্গাদের নিয়ে শিশুশিল্পী আতিকা রহমান মম’র  ‘রোহিঙ্গা’ শীর্ষক গানের ভিডিও। গানটি দর্শক ও বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে।

এবার সেই গানটির জন্য সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল আতিকা রহমান মম। সেরা শিশুশিল্পীর সম্মাননা পাওয়া প্রসঙ্গে আতিকা রহমান মম জানায়, যে কোন সম্মাননা ও পুরস্কারই মূলত কাজের স্বীকৃতি।
রোহিঙ্গাদের নিয়ে গানের জন্য বাংলার সংগীত স্টার অ্যাওয়ার্ডটিও আমার জন্য তেমনই একটি সম্মানের বিষয়। যারা আমাকে সম্মানিত করলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে যেন আরো ভালো গান করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া চাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.