সেরা আটে পৌঁছে ব্রাজিল-কলম্বিয়ার অপেক্ষায় উরুগুয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ার অজেয় যাত্রা ২৬ ম‍্যাচ স্পর্শ করলে পড়তে হবে ব্রাজিলের সামনে! পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা জিতলে কোয়ার্টার-ফাইনালে খেলতে হবে কলম্বিয়ার বিপক্ষে! ‘ফুটন্ত কড়াই নাকি জ্বলন্ত উনুন’ বেছে নেওয়ার ঝামেলায় গেলেন না দিয়েগো রেইস। উরুগুয়ের সহকারী কোচ বললেন, শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ যেই হোক প্রস্তুত থাকবেন তারা।
পাঁচ যুগের বেশি সময় পর কোপা আমেরিকায় নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে উরুগুয়ে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ। শেষ ম্যাচ বাকি থাকায় তা এখনও চূড়ান্ত হয়নি।
‘ডি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেরা আট নিশ্চিত করেছে কলম্বিয়া। অভাবনীয় কিছু না ঘটলে দ্বিতীয় দল হিসেবে সুযোগ পাবে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে দুই দলের মুখোমুখি লড়াইয়েই জানা যাবে কার কি অবস্থান।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার পথে এগিয়ে কলম্বিয়া। শেষ ম্যাচে হার এড়ালেই গ্রুপ সেরা হবে তারা। আর ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই। এই গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ পানামার সঙ্গে। আর উরুগুয়ের মুখোমুখি হবে দ্বিতীয় হওয়া দল।
শেষ ম্যাচ হওয়ার আগে তাই আপাতত দুই দলের কথাই মাথায় রাখছেন উরুগুয়ের সহকারী কোচ। যুক্তরাষ্ট্রকে হারানোর পর প্রতিপক্ষ নিশ্চিত হয়েই পরিকল্পনা সাজানোর কথা বলেছেন রেইস। প্রধান কোচ মার্সেলো বিয়েলসার এক ম‍্যাচের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের বিপক্ষ‍ে ম‍্যাচে ডাগআউটে ছিলেন তিনি।
“তারা দারুণ দুটি প্রতিপক্ষ। সাম্প্রতিককালে খুব ভালো সময় কাটাচ্ছে কলম্বিয়া। ব্রাজিলের কথা আমরা সবাই জানি। তারা অসাধারণ।”
“তাই আমরা কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর আগামীকাল গভীরভাবে বিশ্লেষণ করব। আমাদের জন্য যথাযথ পরিকল্পনা নিয়েই আমরা মাঠে নামার চেষ্টা করব।”
ক্যানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে উরুগুয়ের ৬৫ মিনিট পর্যন্ত আটকে রাখে যুক্তরাষ্ট্র। পরে ডিফেন্ডার মাথিয়াস অলিভেরার ৬৬তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপের শেষ ম্যাচে কঠিন সময়ে এভাবে জয়ের পথ খুঁজে নিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন ৪৩ বছর বয়সী সহকারী কোচ।
“আমার বিশ্বাস, (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) কিছু সময় পরই পথ খুঁজে নিতে সক্ষম হয়েছে দল। এটি ভালো বিষয় কারণ সামনের ম্যাচগুলো অনেকটা এমনই হবে। তাই আমি মনে করি, সামনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে এটি ভালো তুলনা।”
“শুধরানোর বিষয় সবসময়ই থাকে। আমরা ঠিক সেটিই করার চেষ্টা করব।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.