সেমিফাইনাল ও ফাইনালের নিয়মে পরিবর্তন!

বিটিসি স্পোর্টস ডেস্ক: চলতি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সেমিফাইনাল ও ফাইনালকে সামনে রেখে খেলার নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। মঙ্গলবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এই বাধা আসতে পারে সেমিফাইনাল এবং ফাইনালেও। তাই নকআউট পর্বের ওই তিনটি ম্যাচের নিয়ম কিছুটা বদলেছে আইসিসি।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বৃষ্টিতে বাধাগ্রস্ত হলে দুই দলকেই ন্যূনতম ১০ ওভার করে ম্যাচ খেলতে হবে। এছাড়াও নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিনে গড়াবে ম্যাচ।
এরপরও সেমিফাইনাল ম্যাচ শেষ করা না গেলে, পয়েন্ট টেবিলের শীর্ষ দল দুটিই যাবে ফাইনালে। ফাইনাল ম্যাচটিও দু’দিনে শেষ করা না গেলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.