সেমিফাইনালে দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে হারল চেলসি

বিটিসি স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। লিগে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে তারা। দুঃসময়ের মধ্যে কারাপো কাপের সেমিফাইনালের প্রথম লেগে হারতে হয়েছে তাদের, তাও আবার দ্বিতীয় স্তরের দল মিডলসবার্গের বিপক্ষে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মিডলসবার্গের বিপক্ষে ১-০ গোলে হেরেছে চেলসি। ফলে ফাইনাল থেকে অনেকটা দূরে ছিটকে গেল দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্য দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে তাদের।
রিভারসাইড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল চেলসির কাছে। মিডলসবার্গের ২৮ শতাংশ বল দখলের বিপরীতে চেলসি বল দখলে রেখেছিল ৭২ শতাংশ। আক্রমণও মিডলসবার্গের তুলনায় বেশি করে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবুও স্বাগতিকদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। দ্বিতীয় লেগটি তাই কঠিনই হতে যাচ্ছে তাদের জন্য।
চেলসির ১৮টি আক্রমণের বিপরীতে মিডলসবার্গ আক্রমণ করে মাত্র ৬ বার। অন-টার্গেটে শটও বেশি ছিল চেলসির (৫), মিডলসবার্গের ২। ৩৭ মিনিটে মিডলসবার্গের হয়ে একমাত্র গোলটি করেন হেইডেন হ্যাকনে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.