সেভাস্তোপলে ফিরে গেছে সেই রুশ জাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে ইউক্রেনের হামলার শিকার সেই রুশ জাহাজটি রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের আবাসস্থল ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে ফিরে গেছে। ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে  রুশপন্থী একটি অ্যাকাউন্টে পোস্ট করা ছবির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ওডেসার আঞ্চলিক প্রশাসন জানিয়েছিল, ভসেভোলোড বব্রভ নামে ওই জাহাজটিতে স্নেক আইল্যান্ডের কাছে ইউক্রেনের ছোড়া গোলা আঘাত হানে। জাহাজটিকে সেভাস্তোপল বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানিয়েছিল ওডেসার আঞ্চলিক প্রশাসন। 
শনিবার ব্ল্যাক সি ফ্লিট নামে ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের পোস্টে বলা ব্ল্যাক সি ফ্লিটের লজিস্টিক সাপোর্ট জাহাজ ‘ভসেভোলোড বব্রভ’ আজ তার নিজস্ব বন্দর সেভাস্টোপলে ফিরে এসেছে।
জাহাজটি স্বাভাবিক গতিতেই কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে এসেছে বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে।
এছাড়া, কেউ জাহাজটির ‘কাল্পনিক’ ক্ষতি অনুসন্ধান করতে চাইলে তাদের আমন্ত্রণ জানান হয় ওই পোস্টে।
সিএনএন অবশ্য ওই ছবির সত্যতা এবং জাহাজটি সেভাস্টোপলে ফিরেছে কী না তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.