সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের জন্য শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ ঘটে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিহতরা তিনজন খুলনার বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বিটিসি নিউজকে জানান, ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংকে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে , বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.